chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

‘ঊনপঞ্চাশ বাতাস’ এখন চট্টগ্রামের সুগন্ধা হলে

ডেস্ক নিউজ: গত ২৩ অক্টোবর মুক্তি পেয়েছে ‘ঊনপঞ্চাশ বাতাস’ সিনেমাটি। একই দিনে চট্টগ্রামের ‘সিলভার স্ক্রিন’ হলে সিনেমাটি প্রদর্শিত  হয়েছিল ।

আগামী ১৩ নভেম্বর থেকে সুগন্ধা সিনেমা হলেও প্রর্দশন হবে সিনেমাটি। ওই দিন- সকাল ১০.৩০মিনিট, দুপুর ১২.৩০মিনিট , বিকেল ৩.৩০ , সন্ধ্যা ৬.৩০মিনিট, এবং সর্বশেষ রাত ৯.৩০ মিনিটে প্রর্দশিত হবে। টিকিটমূল্য সর্বনিম্ন ১২০ টাকা এবং সর্বোচ্চ ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। সপ্তাহব্যাপী সিনেমাটি  প্রদর্শিত  হবে।

‘ঊনপঞ্চাশ বাতাস’ সিনেমাটিতে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ, শার্লিন ফারজানা, ইলোরা গহর, মানস বন্দোপাধ্যায়, ফারিহা শামস সেওতি, ইনামুল হক সহ আরো অনেকে। পরিচালনা করেছেন মাসুদ হাসান উজ্জল।  রেড অক্টোবরের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন আসিফ হানিফ, নির্বাহী প্রযোজকের দায়িত্ব পালন করেছেন সৈয়দা শাওন।

উল্লেখ্য, এস খালেদ রোড, কাজির দেউরীতে অবস্থিত সুগন্ধা সিনেমা হল। যেটির পূর্ব নাম ছিল  ‘ঝুমুর সিনেমা হল’ । ১৯৮১ সালে সালমান শাহ অভিনীত ‘সত্যের মৃত্যু নেই’ ছবির প্রযোজক  আবুল হোসেন সিনেমা হলটি প্রতিষ্ঠা করেন। প্রায় পাঁচ বছর ধরে বন্ধ থাকার পর গত ২৭ শে জানুয়ারীতে ‘কাঠবিড়ালী’ ছবির মাধ্যমে ফের সিনেমাপ্রেমীদের মাঝে ফিরেছে হলটি। নতুন নাম দেওয়া হয়েছে  ‘সুগন্ধা সিনেমা  হল’  ।

নিলা চাকমা/চখ

এই বিভাগের আরও খবর