chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সিনহা হত্যা মামলা বাতিল চেয়ে করা রিভিশনের শুনানি ১৩ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক: মেজর (অবঃ) সিনহা মোঃ রাশেদ খান হত্যা মামলা বাতিল চেয়ে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে দায়ের করা রিভিশন আবেদনটির গ্রহনযোগ্যতা নিয়ে শুনানী আবারো পিছিয়েছে। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) রিভিশন আবেদনটির গ্রহনযোগ্যতা শুনানীর জন্য দিন ধার্য্য ছিলো।  তবে আদালত আবেদন পিছিয়ে আগামী ১৩ ডিসেম্বর বিষয়টির গ্রহনযোগ্যতা নিয়ে শুনানীর দিন ধার্য্য করে।

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পিপি এডভোকেট ফরিদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

মেজর (অব:) সিনহা মোঃ রাশেদ খান হত্যা মামলা বাতিল চেয়ে মামলার প্রধান আসামী লিয়াকত আলী’র পক্ষে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নবীন সদস্য এডভোকেট মোঃ ফারহান শাহরিয়ার বিন নুর গত ৪অক্টোবর কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে রিভিশন আবেদনটি দায়ের করেছিলেন। যার নম্বর-ফৌজদারী রিভিশন আবেদন : ১৮৯/২০২০ ইংরেজি। ওকালত নামায় কক্সবাজারের আরেক নবীন আইনজীবী এডভোকেট মাহমুদুল হক (মাহমুদ) এর স্বাক্ষর রয়েছে।

গত ২০ অক্টোবর রিভিশন আবেদনটি ত্রিপক্ষীয় শুনানীর মাধ্যমে আদেশের দিন ধার্য ছিল। এডভোকেট মোঃ ফারহান শাহরিয়ার বিন নুর রিভিশন আবেদনটি লিয়াকত আলী’র পক্ষে আদালতে দায়ের করলেও কুমিল্লা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট মাসুদ সালাহ উদ্দিন ও কুমিল্লার এডভোকেট এম.এম হাসান আদনান রিভিশন আবেদনটি দায়েরের দিন গত ৪অক্টোবর ও গত ২০অক্টোবর আদালতে শুনানী করেন। কক্সবাজার আইনজীবী সমিতির সদস্য এডভোকেট মোঃ ফারহান শাহরিয়ার বিন নুর ও এডভোকেট মাহমুদুল হক (মাহমুদ) উভয় দিন রিভিশন আবেদনটির কোন শুনানীতে অংশ নেননি।

এমএইচকে/চখ

এই বিভাগের আরও খবর