chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে মাস্ক ব্যবহার নিশ্চিতের অনুরোধ

ডেস্ক নিউজ: বিশ্বব্যাপী চলছে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ। শীত শুরু হওয়াতে বাংলাদেশেও তৈরি হয়েছে শঙ্কা। তাই ভাইরাসটির সংক্রমণ ঠেকাতে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে মাস্ক ব্যবহার নিশ্চিতের অনুরোধ জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

সোমবার (৯ নভেম্বর) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ১ নভেম্বর এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ সংক্রমণের দ্বিতীয় পর্যায়ের বিস্তাররোধে মাস্ক পরিধানের বাধ্যবাধকতা আরোপ করে স্বাস্থ্যসেবা বিভাগ থেকে পরিপত্র জারি করা হয়েছে।

অনেকক্ষেত্রে মাস্ক ব্যবহারে শিথিলতা দেখা যাচ্ছে। সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ থেকেও এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

এমতাবস্থায় বাণিজ্য মন্ত্রণালয় থেকে করোনার বিস্তাররোধে অন্যান্য পদক্ষেপের পাশাপাশি সব বাণিজ্যিক সংগঠন/প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা/কর্মচারী এবং এর অধীনস্ত সব অ্যাসোসিয়েশন, জেলা ও উপজেলা চেম্বার/যৌথ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, সমিতি, ফাউন্ডেশন, গ্রুপ ও ফোরামগুলোতে কর্মরত সদস্যদের মাস্ক পরিধান নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে ওই নির্দেশনায়।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর