chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

তুরস্কের ড্রোন হামলায় সিরিয়ার ১৯ সৈন্য নিহত

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে রবিবার তুরস্কের ড্রোন হামলায় ১৯ জন সরকারী সেনা নিহত হয়েছে। একজন যুদ্ধ পর্যবেক্ষক জানিয়েছেন, এতে হামলার পর দামেস্ক ও আঙ্কারার মধ্যে চলমান উত্তেজনা আরও বেড়ে যাবে।

সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, জাবাল আল জাওয়াইয়া অঞ্চলে এবং মারাতে আল-নুমান শহরের নিকটবর্তী একটি ঘাঁটিতে সামরিক হামলায় এই ১৯ জন নিহত হয়েছিলেন।

প্রতিবেদনে বলা হয়, তুরস্ক ইদলিবে সিরিয়া সরকারের দুটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করার কয়েক ঘন্টা পর সেখানে এই হতাহতের ঘটনা ঘটে। এছাড়া আঙ্কারার সমর্থিত ইসলামপন্থী যোদ্ধারা বাসার বাহিনীর পুরো সিরিয়ার নিয়ন্ত্রণে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

প্রদেশটিতে চলমান সহিংসতার মধ্যে এক বিমান হামলায় গত সপ্তাহে ৩৪ তুর্কি সেনা নিহত হয়। এতে তুরস্ক বাসার সরকারকে দোষী সাব্যস্ত করা পরে রাশিয়া সমর্থিত সিরিয়ান বাহিনীর বিরুদ্ধে সম্পূর্ণ সামরিক অভিযান চালানোর বিষয়টি নিশ্চিত করেছে।

এই বিভাগের আরও খবর