chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

৯০ ভাগ সুরক্ষা দিবে প্রথম করোনা ভ্যাকসিন

আন্তর্জাতিক ডেস্ক: প্রথম করোনা ভ্যাকসিন ৯০ ভাগ মানুষকে কোভিড-১৯ থেকে রক্ষা করতে পারে বলে প্রাথমিক বিশ্লেষণে জানা গেছে। খবর বিবিসি। 

ভ্যাকসিনটির উন্নয়নকারী প্রতিষ্ঠান ফিজার ও বায়োএনটেক এটাকে বিজ্ঞান ও মানবজাতির জন্য অসাধারণ দিন হিসেবে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

এই ভ্যাকসিনটি ছয় দেশের ৪৩ হাজার ৫ শ’ মানুষের ওপর পরীক্ষা চালানো হয়। কিন্তু খারাপ কিছু লক্ষ্য করা যায়নি।

ভ্যাকসিনটির জরুরি অনুমোদন পাওয়ার জন্য চেষ্টা করছে ফিজার ও বায়োএনটেক। যাতে এ মাসের শেষেই ভ্যাকসিনটি ব্যবহার করা যায়।

বিশ্বব্যাপী ডজনখানেক ভ্যাকসিন পরীক্ষার শেষ পর্যায়ে রয়েছে। তবে এটিই প্রথম ভ্যাকসিন যেটির ফলাফল পাওয়া গেছে।

ভ্যাকসিনটি ব্যবহারে সম্পূর্ণ পরীক্ষামূলক পদ্ধতি ব্যবহার করা হয়েছে, যার মধ্যে রয়েছে ইনজেকশনের মাধ্যমে ভাইরাসের জিনগত সংকেত প্রবেশ করানো। যাতে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রশিক্ষিত করা যায়।

ভ্যাকসিনটির দুইটি ডোজ তিন সপ্তাহের ব্যবধানে প্রয়োগ করতে হবে। যুক্তরাষ্ট্র, জার্মানি, ব্রাজিল, আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা ও তুরস্কে দ্বিতীয় ডোজ প্রয়োগের এক সপ্তাহ পর ৯০ ভাগ সফলতা পাওয়া গেছে।

এ বছর ৫ কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহ করার ব্যাপারে আশাবাদী ফিজার। আর ২১ সালের মধ্যে ১৩০ কোটি ডোজ সরবরাহ করতে চায় প্রতিষ্ঠানটি।

তবে কিছু চ্যালেঞ্জও রয়েছে। কারণ ভ্যাকসিনটিকে মাইনাস ৮০ ডিগ্রির নিচে অতিরিক্ত ঠান্ডায় সংরক্ষণ করতে হবে। এ ছাড়া এটার কার্যকারিতা কতদিন থাকবে সেটি নিয়েও প্রশ্ন রয়েছে।

ফিজারের চেয়ারম্যান ড. আলবার্ট বোর্লা বলেন, আমরা বিশ্বব্যাপী স্বাস্থ্য সংকট নিরসনে সফলতা অর্জনের খুব নিকটে চলে এসেছি।

বায়োএনটেকের অন্যতম প্রতিষ্ঠাতা প্রফেসর উগুর শাহিন এটাকে মাইলস্টোন হিসেবে উল্লেখ করেছেন।

উল্লেখ্য, যুক্তরাজ্য ইতোমধ্যে ৩ কোটি ভ্যাকসিনের আগাম ফরমায়েশ দিয়ে রেখেছে।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর