chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ইরাকে সেনা ছাউনিতে হামলা, নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকে অজ্ঞাতনামা বন্দুকধারীদের হামলায় সেনা সদস্যসহ অন্তত ১১ জন নিহত হয়েছে। বাগদাদের পশ্চিমাঞ্চলীয় আল-রাধওয়ানিয়া জেলার একটি সেনা ছাউনিতে এ হামলার ঘটনা ঘটে। খবর সিজিটিএন।

এ ঘটনায় আরও আট জন গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা সিজিটিএন’কে জানিয়েছেন, চারটি গাড়িতে করে সেনা ছাউনিতে আক্রমণ চালানো হয়। সে সময় তারা আক্রমণকারীদের গ্রেনেড এবং স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করতে দেখেছেন বলেও জানান।

এদিকে, এই প্রতিবেদন লেখা অবধি ওই হামলার দায়ভার কেউ স্বীকার করেনি। অতীতে দেখা গেছে, ইরাকে এ ধরনের হামলার সঙ্গে সাধারণত ইসলামিক স্টেট (আইএস) জড়িত থাকে।

এর আগে, রোববার (৮ নভেম্বর) ইরাকের সেনাবাহিনী দেশটির পাহাড়ঘেরা উত্তরাঞ্চলীয় সালাহউদ্দিন প্রদেশে আইএস জঙ্গি নির্মূলে চিরুনি অভিযান চালিয়েছিল।

ওই দমন অভিযানের জবাবে এই হামলা হয়ে থাকতে পারে বলে নিরাপত্তা বিশ্লেষকরা ধারণা করছেন।

অন্যদিকে, মৃতের সংখ্যা নিশ্চিত করে স্থানীয় হাসপাতালের একজন চিকিৎসক জানিয়েছেন, আহত আট জনকে উন্নত চিকিৎসার্থে বাগদাদে স্থানান্তর করা হয়েছে।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর