chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আবারো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া

জাপান সাগরের দিকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া

২০২০ সালে বছরের প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া। উত্তর কোরিয়ার উত্তর-পূর্ব উপকূল থেকে জাপান সাগরের দিকে এ পরীক্ষা চালানো হয়েছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর বরাতে সোমবার (২ মার্চ) এ খবর জানিয়েছে বিবিসি।

ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তারা। তবে ক্ষেপণাস্ত্র দুটি কী ধরনের তা জানা যায়নি।

এ ব্যাপারে, দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ এক বিবৃতিতে বলেছেন, সামরিক বাহিনী পুনরায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ও প্রস্তুতি রাখার জন্য সবকিছু পর্যবেক্ষণ করছে।

এর আগে, ২০১৯ সালের মে মাসে ক্ষেপণাস্ত্র পরীক্ষা শুরু করেছিল উত্তর কোরিয়া।১৮ মাস বন্ধ রাখার পর পুনরায় ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে উত্তর কোরিয়া।

কিছুদিন আগেই দক্ষিণ কোরিয়া ও জাতিসংঘ ঘোষণা দিয়েছিল করোনাভাইরাস নিয়ে আতঙ্কের মধ্যে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া বার্ষিক যৌথ মহড়া বন্ধ রাখবে। এর কিছু দিন পরেই তা অমান্য করে এ পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।

এদিকে, জাপানের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, এই ক্ষেপণাস্ত্র জাপানের জলসীমায় আঘাত আনেনি এবং জাতীয় নিরাপত্তাও হুমকির মুখে পড়েনি। তবে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টিকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেছেন তিনি।

এই বিভাগের আরও খবর