chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চুলের আগা ফাটা রোধে করণীয়

ডেস্ক নিউজ : শীত আসছে। বাড়বে ত্বক ও চুল রুক্ষ, শুষ্ক হওয়ার সমস্যা। নিতে হবে বাড়তি যত্ন।  রুক্ষ, শুষ্ক ও প্রাণহীন চুলকে প্রাণবন্ত করতে নিয়মিত তেল ব্যবহার করুন। শীতে শুষ্কতা এবং ধুলাবালির কারণে চুল অনেক বেশি শুষ্ক ও প্রাণহীন হয়ে পড়ে।

সে সঙ্গে খুশকি, চুলের আগা ফাটা, চুল নিস্তেজ হয়ে পড়াসহ বিভিন্ন সমস্যা দেখা যায়। শীতকালে এসব সমস্যার সমাধান করতেও তেল দারুণ কার্যকর।

চুলের আগা ফাটা রোধে গ্লিসারিন ব্যবহার

রাতে চিরুনি দিয়ে ভালো করে চুল আঁচড়িয়ে নিন। এরপর চুলের গোড়া বাদ দিয়ে আগা পর্যন্ত গ্লিসারিন দিয়ে তেলের মতো ম্যাসাজ করে নিতে হবে। যার যার চুলের পরিমাণ অনুযায়ী গ্লিসারিন নিতে হবে।

এভাবে সারারাত রেখে সকালে শ্যাম্পু করে নিন। এতে করে চুলের আগা ফাটা সমস্যা দূর হয়ে যাবে এবং চুলের রুক্ষতাও থাকবে না।

টোনার

এক কাপ গ্লিসারিন ও সমপরিমাণ গোলাপ জল মিশিয়ে নিয়ে টোনার তৈরি করে নিতে পারেন। এটা স্প্রে বোতলে ভরে রেখে দিতে পারেন। যখনই মুখ পরিষ্কার করবেন তখনই নরম টাওয়াল দিয়ে মুছে নিয়ে টোনার স্প্রে করে নেবেন। টোনিংয়ের পাশাপাশি এটি ময়েশ্চারাইজারেরও কাজ করবে।

 

এই বিভাগের আরও খবর