chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ফাইনালে মুম্বাই

খেলা ডেস্ক: আইপিএলের প্রথম কোয়ালিফাইয়ারে মুম্বাই ইন্ডিয়ানসের সামনে দাঁড়াতেই পারেনি দিল্লি ক্যাপিটালস। রোহিত শর্মাদের কাছে ৫৭ রানের বড় ব্যবধানে হেরেছে শ্রেয়াস আয়ারের দল। ফলে ফাইনালে পৌঁছে গেল মুম্বাই।

২০১ রানের টার্গেট তাড়া করে স্কোর বোর্ডে কোনো রান যোগ করার আগেই দিল্লির প্রথম তিন ব্যাটসম্যান ডাগআউটে ফিরে যান। ইনিংসের দ্বিতীয় বলেই ফর্মে না থাকা পৃত্থি শ’কে ফেরান ট্রেন্ট বোল্ট। শেষ সাত ম্যাচে ২০ রানের গণ্ডিও ছুঁতে পারেননি পৃত্থি।

এরপর আজিঙ্কা রাহানে ও শিখর ধাওয়ান স্কোরবোর্ডে কোনও রান যোগ করার আগেই আউট হয়ে যান। রাহানেকে ফেরান বোল্ট। প্রথম দু’টি উইকেট বোল্ট তুলে নিলেও এরপর শুরু হয় বুমরাহর ভয়ঙ্কর বোলিং।

অসাধারণ ইয়র্কারে শিখর ধাওয়ানকে বোল্ড করেন তিনি। এরপর একে একে তার সামনে আত্মসমর্পণ করেন দিল্লি ব্যাটসম্যানরা।

অধিনায়ক শ্রেয়াস আয়ার, মার্কাস স্টোইনিজ এবং ড্যানিয়েল সামসও তার শিকার। ৮ বলে তিনটি বাউন্ডারি মেরে ১২ রান করার পর বুমরাহর শিকার হন তিনি। এরপর রিশাভ পান্তকে ফেরান ক্রুনাল পান্ডিয়া।

২০০ রান তাড়া করতে নেমে ৪১ রানে পাঁচ উইকেট হারায় দিল্লি। অর্থাৎ ৫০ রানের গণ্ডি ছোঁয়ার আগেই দিল্লির পাঁচ ব্যাটসম্যান ফিরে যান সাজঘরে।

মিডল অর্ডারে মার্কাস স্টোইনিজ ঘুরে না দাঁড়ালে তো ১০০’ও করতে পারতো না দিল্লি। ৪৬ বলে ৬৫ রান করেন তিনি। শেষ দিকে অক্ষর প্যাটেল করেন ৩৩ বলে ৪২ রান। কাগিসো রাবাদা করেন ১৫ রান। তাতেও কোনো লাভ হয়নি। ৮ উইকেট হারিয়ে ১৪৩ রান তুলতে সক্ষম হয় দিল্লি।

বুমরাহর ৪ উইকেট ছাড়াও ২ উইকেট নেন ট্রেন্ট বোল্ট, ১টি করে নেন হার্দিক পান্ডিয়া এবং কাইরন পোলার্ড।

এর আগে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামার পর ১৪ ওভারে মুম্বাইয়ের রান ছিল ১০৮, ৪ উইকেট হারিয়ে। ২০ ওভার শেষে সেই রান গিয়ে দাঁড়াল ৫ উইকেট হারিয়ে ২০০।

অর্থ্যাৎ শেষ ৬ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে রান তুললো তারা ৯২টি। শেষ পাঁচ ওভারে ৭৮। ১০ বলে ১৩ রান করে ক্রুনাল পান্ডিয়া আউট হয়ে যাওয়ার পর মাঠে নেমে টর্নেডো গতিতে রান তুলতে থাকেন হার্দিক পান্ডিয়া। মাত্র ১৪ বল খেলে ৩৭ রানে থাকেন অপরাজিত। কোনো বাউন্ডারি নেই, ছক্কা মেরেছেন ৫টি।

অন্যদিকে অপর ইশান কিশান ৩০ বল খেলে অপরাজিত থাকেন ৫৫ রানে। ৪টি বাউন্ডারির সঙ্গে তিনি ছক্কা মেরেছেন ৩টি।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর