chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মেডিকেলে ঘুরে ঘুরে প্রতারণা, ২জন আটক

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মেডিকেলে স্বর্ণ বিক্রির কথা বলে প্রতারণার অভিযোগে ২ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে মেডিকেলের পূর্ব গেইট থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- বাকলিয়ার মিয়াখান নগরের সিরাজুল ইসলামের ছেলে মো. শফিউল আজিম (৩৮) ও রাঙ্গুনিয়ার মলার হাট পেয়ার আহমেদ পাড়ার হাবিবুর রহমানের ছেলে মো.ইউনুস (৫৮)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) জহিরুল হক চট্টলার খবরকে জানান, কয়েকজন ভুক্তোভোগীর প্রতারণার অভিযোগ পেয়ে পুলিশ অভিযানে নামে। আজিম ও ইউনুস মেডিকেলে আসা লোকজনকে চিকিৎসার টাকা প্রয়োজন বলে প্রলোভন দেখাতো। অনেকে সরল বিশ্বাসে প্রলোভনে পা দিয়ে প্রতারিত হয়েছেন। আমরা তাদের কাছ থেকে অবিকল স্বর্ণের মত দেখতে নকল পাথর উদ্ধার করেছি। পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাদের পাঁচলাইশ থানায় হস্তান্তর করা হয়।

এমএইচকে/এএমএস

এই বিভাগের আরও খবর