chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন না করলে কঠোর আন্দোলন : বাবুনগরী

নিজস্ব প্রতিবেদক : হেফাজতে ইসলামের মহাসচিব ও দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার শায়খুল হাদিস আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী বলেছেন, ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পরিপূর্ণভাবে বিচ্ছিন্ন করতে হবে। ফ্রান্সের জাতীয় পণ্য বর্জন করতে হবে আমাদের। এটা ঈমানের দাবি। রিজিকের মালিক আল্লাহ, ফ্রান্সের পণ্য বর্জন করলে আমাদের কিছুই হবে না। ব্যবসায়ীদের ফ্রান্সের পণ্য দোকান থেকে ‘ফেলে দেওয়ার’ আহ্বান জানানোর পাশাপাশি জাতীয় সংসদে ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস করার দাবি তোলেন এই হেফাজত নেতা।

আজ বুধবার (০৪ নভেম্বর) ফটিকছড়ির কেন্দ্রীয় ঈদগাহ মাঠে হেফাজতে ইসলাম ফটিকছড়ি উপজেলা শাখা আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বাবুনগরী আরো বলেন, সারা বিশ্বের মুসলমানের কাছে ক্ষমা চাইতে হবে ফ্রান্সকে। ঢাকায় ফ্রান্সের দূতাবাস বন্ধের দাবি জানিয়ে তিনি বলেন, সরকার ব্যর্থ হলে পরবর্তীতে আমরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।

হেফাজতের সিনিয়র নায়েবে আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বাবুনগর মাদ্রাসার শায়খুল হাদিস আল্লামা মুফতি মাহমুদ হাসান, নাজিরহাট বড় মাদ্রাসার পরিচালক মুফতি হাবিবুর রহমান কাসেমী, মুফতি কুতুব উদ্দিন, মাওলানা আজাদী, মাওলানা খালেক, মাওলানা জুনায়েদ বিন জালাল,মাওলানা আবু সৈয়দ,মাওলানা শফি,মাওলানা আফাজ উদ্দিন, মাওলানা আমির উদ্দিন,মাওলানা আইয়ুব ,হাবিবুল্লাহ আজাদী, মাওলানা নাছির উদ্দিন, গোলাম রব্বানী ইসলামি, মাওলানা মাহমুদ ধর্মপূরী, মাওলানা আব্দুল মতিন ধর্মপূরী, মাওলানা হাবিবুল্লাহ ধর্মপুরী, মাওলানা আফাজ উদ্দিন, মাওলানা সেলিম উদ্দিন বিবিরহাট, মাওলানা সেলিম ধর্মপুরী, মুফতি মামুন উদ্দিন প্রমূখ।

মুফতি ইকবাল ও আবু মকনুন মুহাম্মদের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল বিবিরহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

এতে ফটিকছড়ি উপজেলার সকল কওমি মাদ্রাসার ছাত্র-শিক্ষক সহ সর্বস্তরের কয়েক হাজার তৌহিদী জনতা অংশ নেন।

এসএএস/এএমএস

এই বিভাগের আরও খবর