chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নতুন বছর ২২ দিন সরকারি ছুটি, ৭ দিনই পড়েছে শুক্র-শনিবারে

ডেস্ক নিউজ : ২০২১ সালে সরকারি সাধারণ ছুটি থাকবে ২২ দিন।এর মধ্যে সাতটি ছুটির দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে।

সোমবার (০২ নভেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ কথা জানান।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে ২০২১ সালের ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়।

আনোয়ারুল ইসলাম বলেন, আগামী বছরের জন্য ১৪ দিন সাধারণ ছুটি এবং নির্বাহী আদেশে আট দিন সরকারি ছুটি মিলিয়ে মোট ২২ দিন ছুটি থাকবে। এর মধ্যে সাত দিনের ছুটি শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটির দিনে পড়েছে।

চলতি ২০২০ সালে ২২ দিন সরকারি ছুটির মধ্যে আট দিনের ছুটি সাপ্তাহিক ছুটির দিনে পড়েছে।

ধর্মীয় উৎসবের জন্য ঐচ্ছিক ছুটির ব্যবস্থা রয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, মুসলমানদের জন্য ঐচ্ছিক ছুটি রাখা হয়েছে পাঁচ দিন, হিন্দুদের জন্য আট দিন, খ্রিস্টানদের জন্য আট দিন এবং বৌদ্ধদের জন্য পাঁচ দিন।

এএমএস/চখ

এই বিভাগের আরও খবর