chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কোয়ারেন্টিনে ডব্লিউএইচও প্রধান

আন্তর্জাতিক ডেস্ক: করোনা পজিটিভ এক ব্যক্তির সংস্পর্শে আসায় কোয়ারেন্টিনে গেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পরিচালক ড. তেদ্রোস আধানম ঘেব্রেয়েসুস। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো আছে বলে জানা গেছে। খবর এবিসি নিউজের।

এক টুইট বার্তায় কোয়ারেন্টিনে থাকার বিষয়টি আধানম ঘেব্রেয়েসুস নিজেই নিশ্চিত করেছেন।

অতিরিক্ত সতর্কতা হিসেবে তিনি বাড়িতে থেকেই নিজের সব দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন তেদ্রোস আধানম। করোনা মহামারির শুরু থেকেই এ বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে বিশ্বকে বার বার সতর্ক করে আসছেন তিনি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার অন্যান্য কর্মকর্তারা।

স্বাস্থ্য সংস্থার পরিচালক বলেন, স্বাস্থ্যগত সব বিধি-নিষেধ মেনে চলাটা আমাদের সবার জন্যই খুব জরুরি। এর মাধ্যমে আমরা কোভিড-১৯ সংক্রমণ, ভাইরাসের বিস্তার রোধ এবং স্বাস্থ্য ব্যবস্থাকে রক্ষা করতে পারব।

করোনা মহামারি শুরুর পর থেকেই এই ভাইরাস নিয়ন্ত্রণ এবং ভ্যাকসিন আবিষ্কারে বিভিন্ন দেশের সরকার এবং বিজ্ঞানীদের সঙ্গে কাজ করে যাচ্ছেন তেদ্রোস আধানম।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর