chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ট্রাম্পের সমাবেশের কারণে করোনায় আক্রান্ত ৩০ হাজার মানুষ!

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ৩০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হওয়ার জন্য দায়ী দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সমাবেশ। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। খবর আল জাজিরা।

গবেষণায় আরও বলা হয়, করোনায় ৭ শ’ মানুষের মৃত্যুর পেছনেও ট্রাম্পের জনসভার ভূমিকা রয়েছে। তবে তাদের সবাই সমাবেশে অংশ নিয়েছে কি না সেটা নিশ্চিত না। কিন্তু কোনো না কোনোভাবে ট্রাম্পের জনসভার সাথে তাদের মৃত্যুর যোগসূত্র রয়েছে বলে গবেষণায় উল্লেখ করা হয় ।

২০ জুন থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ট্রাম্প সমাবেশ করেছে এমন ১৮টি এলাকায় করোনা সংক্রমণের হার নিয়ে গবেষণাটি পরিচালিত করে স্ট্যানফোর্ড অর্থনীতি বিভাগ।

গবেষণায় সতর্ক করে বলা হয়, ট্রাম্পের সমাবেশে অংশ নেওয়ার কারণে জনগণকে চরম মূল্য দিতে হয়েছে।

গবেষণাটি শুধু নির্দেশনামূলক বলে জানিয়েছেন জনস হপকিনস সেন্টার ফর হেলথ সিকিউরিটি’র সংক্রামক রোগ বিশেষজ্ঞ আমেশ আদলজা।

রয়টার্সকে তিনি বলেন, আমি এটাকে শুধু নির্দেশনামূলক বলতে পারি। কিন্তু কোনো শক্ত সামর্থ্য তথ্য-উপাত্ত ছাড়া একটি সমাবেশের নির্দিষ্ট প্রভাব সম্পূর্ণরূপে পৃথক করা কঠিন।

তবে সমীক্ষাটির ব্যাপারে ট্রাম্পের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর