chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

শচীন দেববর্মণের ৪৬তম প্রয়াণ দিবস আজ

ডেস্ক নিউজ: আজ ৩১ অক্টোবর। ১৯৭৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন কন্ঠশিল্পী শচীন দেববর্মণ। আজ তার  ৪৬তম প্রয়াণ দিবস  মৃত্যুর আগে তিনি প্যারালিটিক স্ট্রোকের কারণে ৫ মাস কোমায় ছিলেন।

শচীন দেববর্মণ আসলে বাংলাদেশের সন্তান। কুমিল্লায় কুমার বাহাদুর নবদ্বীপচন্দ্রের প্রাসাদে ১৯০৬ সালের ১ অক্টোবর শচীন দেববর্মনের জন্ম। মায়ের নাম নিরুপমা দেবী। তৎকালীন ত্রিপুরার অন্তর্গত কুমিল্লার রাজপরিবারের নয় সন্তানের মধ্যে তিনি ছিলেন সর্বকনিষ্ঠ। তিনি ছিলেন ত্রিপুরার চন্দ্রবংশীয় মানিক্য রাজপরিবারের সন্তান।

১৯৩২ সালে শচীনের প্রথম রেকর্ড বের হয় হিন্দুস্তান মিউজিক প্রোডাক্টস থেকে। তার রেকর্ডকৃত প্রথম দুটি গান হলো ‘ডাকিলে কোকিল রোজ বিহানে’ ও ‘এ পথে আজ এসো প্রিয়’।

এরপর ‘নিশিথে যাইয়ো ফুলবনে’, ‘শোন গো দখিন হাওয়া’, ‘কে যাস রে ভাটি গাঙ বাইয়া’, ‘তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল’, ‘তুমি এসেছিলে পরশু কাল কেন আসোনি’, ‘বাঁশি শুনে আর কাজ নাই’, ‘ঘাটে লাগাইয়া ডিঙ্গা পান খাইয়া যাও’, ‘নিটোল পায়ে রিনিক ঝিনিক’, ‘তুমি যে গিয়াছ বকুল-বিছানো পথে’, ‘রঙিলা রঙিলা রঙিলা রে রঙিলাসহ অসংখ্য গান দর্শকদের উপহার দিয়েছেন।

নিলা চাকমা/চখ