chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

একদিনেই পৌনে ৬ লাখ মানুষের করোনা শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক: আরও ভয়ংকর হয়ে উঠছে করোনা ভাইরাস। বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে রেকর্ড ৫ লাখ ৭৩ হাজার ৬১৬ জনের দেহে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ৫৮ লাখ ৯২ হাজার ২৭৪ জনে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, নতুন করে ৭ হাজার ৪৯০ জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ১১ লাখ ৯৩ হাজার ২১৭ জনে ঠেকেছে।

আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থতা লাভ করেছেন ৩ কোটি ৩২ লাখ ৪৩ হাজারের বেশি ভুক্তভোগী। এর মধ্যে গত একদিনেই বেঁচে ফিরেছেন ২ লাখ ৫৭ হাজার ৩৫২ জন রোগী।

মার্কিন যুক্তরাষ্ট্রের সবকটি অঙ্গরাজ্যেই দীর্ঘ হয়ে চলেছে করোনা রোগীর সংখ্যা। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯৩ লাখ ১৬ হাজার ২৯৭ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২ লাখ ৩৫ হাজার ১৫৯ জনের।

সংক্রমণের হারে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮১ লাখ ৩৬ হাজার ১৬৬ জন এবং মৃত্যু হয়েছে এক লাখ ১২১ হাজার ৬৮১ জনের।

প্রাণহানিতে দ্বিতীয় সর্বোচ্চ ও সংক্রমণে তিনে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনার শিকার ৫৫ লাখ ১৯ হাজার ৫২৮ জন মানুষ। মৃত্যু হয়েছে এক লাখ ৫৯ হাজার ৫৬২ জনের।

চারে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী প্রায় ১৬ লাখ মানুষ। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ২৭ হাজার ৬৫৬ জন।

ফ্রান্সে এখন পর্যন্ত করোনা হানা দিয়েছে প্রায় ১৩ লাখ ৩২ হাজার মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৩৬ হাজার ৫৬৫ জনের।

ছয়ে থাকা থাকা স্পেনে ঊর্ধ্বমুখী সংক্রমণে আক্রান্তের সংখ্যা বেড়ে ১২ লাখ ৬৫ হাজার ছুঁতে চলেছে। প্রাণহানি ঘটেছে ৩৫ হাজার ৮৭৮ জনের।

বাংলাদেশের শুক্রবার পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৬ হাজার ৩৬৪ জন। এর মধ্যে ৩ লাখ ২২ হাজার ৭০৩ জন সুস্থতা লাভ করলেও প্রাণহানি ঘটেছে ৫ হাজার ৯০৫ জনের।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর