chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ফ্রান্সের পণ্য আমদানি নিষিদ্ধ করুন, সরকারকে বাবুনগরী

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সরকারকে ফ্রান্সের সব পণ্য আমদানি নিষিদ্ধ করতে আহ্বান জানিয়েছেন হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী

তিনি বলেন, সরকারিভাবে ফ্রান্সের সব পণ্য আমদানি নিষিদ্ধ করুন। কুটনৈতিক সম্পর্ক বর্জন করুন। জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব এনে এর প্রতিবাদ জানান।

শুক্রবার (৩০ অক্টোবর) বাদ জুমা, চট্টগ্রাম নগরের আন্দরকিল্লা জামে মসজিদ চত্বরে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ফ্রান্সে ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে সংগঠনটির চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে প্রতিবাদ সমাবেশ হয়। এতে বাবুনগরী এসব কথা বলেন।

জুনাইদ বাবুনগরী বলেন, ফ্রান্স সরকার কর্তৃক মহানবীর অবমাননা সহ্য করার মতো নয়। ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ রাসুলূল্লাহ (সা.) এর ব্যঙ্গচিত্রের পক্ষ নিয়ে মুসলিম উম্মাহর হৃদয়ে চরম আঘাত হেনেছেন। ফ্রান্সকে ক্ষমা চাইতে হবে।

বাবুনগরী ওআইসি, আরব লীগসহ মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে ফ্রান্সের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

মহানগর হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা হাফেজ তাজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন, মাওলানা সরোয়ার কামাল আজিজী, মাওলানা আলী ওসমান, মাওলানা নাছির উদ্দিন মুনির প্রমুখ।

সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর