chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনার নতুন রেকর্ড, একদিনে প্রায় সাড়ে ৫ লাখ শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক: বেড়ে গেছে করোনার প্রকোপ। একদিনে শনাক্তের নতুন রেকর্ড গড়ল বিশ্ব। গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৪৫ হাজার ৯০৩ জনের দেহে। যা একদিনে সর্বোচ্চ। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ৫৩ লাখ ১৩ হাজার ৩৬৬ জনে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, করোনায় নতুন করে মারা গেছেন ৭ হাজার ১৭২ জন। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে ১১ লাখ ৮৫ হাজার ৭৩৮ জনে ঠেকেছে।

আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থতা লাভ করেছেন ৩ কোটি ২৯ লাখ ৮৬ হাজারের বেশি ভুক্তভোগী। এর মধ্যে গত একদিনেই বেঁচে ফিরেছেন ২ লাখ ৬৬ হাজার ৩ জন রোগী।

যুক্তরাষ্ট্রের সবকটি অঙ্গরাজ্যেই দীর্ঘ হয়ে চলেছে করোনা রোগীর সংখ্যা। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯২ লাখ ১২ হাজার ৭৬৭ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২ লাখ ৩৪ হাজার ১৭৭ জনের।

সংক্রমণের হারে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮০ লাখ ৮৮ হাজার ২৮১ জন এবং মৃত্যু হয়েছে এক লাখ ১২১ হাজার ১৩১ জনের।

প্রাণহানিতে দ্বিতীয় সর্বোচ্চ ও সংক্রমণে তিনে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনার শিকার ৫৪ লাখ ৯৬ হাজার ৪০২ জন মানুষ। মৃত্যু হয়েছে এক লাখ ৫৯ হাজার ৩৩ জনের।

চারে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী প্রায় ১৫ লাখ ৮২ হাজার মানুষ। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ২৭ হাজার ৩০১ জন।

ফ্রান্সে এখন পর্যন্ত করোনা হানা দিয়েছে প্রায় ১২ লাখ ৮৩ হাজার মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৩৬ হাজার ২০ জনের।

ছয়ে থাকা থাকা স্পেনে ঊর্ধ্বমুখী সংক্রমণে আক্রান্তের সংখ্যা বেড়ে ১২ লাখ ৩৯ হাজার ছুঁতে চলেছে। প্রাণহানি ঘটেছে ৩৫ হাজার ৬৩৯ জনের।

বাংলাদেশে বৃহস্পতিবার পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৪ হাজার ৭৬০ জন। এর মধ্যে ৩ লাখ ২১ হাজার ২৮১ জন সুস্থতা লাভ করলেও প্রাণহানি ঘটেছে ৫ হাজার ৮৮৬ জনের।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর