chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

গণতন্ত্র রক্ষার আন্দোলনে যুবদল সবসময় বলিষ্ঠ ভূমিকা রেখে আসছে : দীপ্তি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১০নং উত্তর কাট্টলী ওয়ার্ড যুবদলের উদ্যোগে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেন, এদেশের গণতন্ত্র রক্ষার আন্দোলনে জাতীয়তাবাদী যুবদল সবসময় বলিষ্ঠ ভূমিকা রেখে আসছে, এবারও আন্দোলনের মাধ্যমে গৃহবন্দী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার পাশাপাশি দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে।

স্বাধীনতা যুদ্ধে যেমন আমরা জীবন দিয়েছি, তেমনি গণতন্ত্র ও ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনতে আমরা প্রয়োজনের আবারো জীবন দিব। তারপরও গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনবো, ইনশাআল্লাহ।
আগামী দিনে যে কোন কর্মসূচিতে দলের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

১০ নং উত্তর কাট্টলী ওয়ার্ড যুবদলের আহবায়ক মেজবাহ উদ্দীন চৌধুরী’র সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক এটিএম সায়েম আজমী’র সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সভাপতি আব্দুল গফুর বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মাসুম, আকবর শাহ থানা বিএনপির সহ-সভাপতি মহসিন তালুকদার, ওয়ার্ড বিএনপি নেতা সেলিম উদ্দিন, ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মো. শফি, ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি মহিউদ্দিন চৌধুরী রিপন, নগর যুবদলের সহ-সাধারন সম্পাদক ফেরদৌস আলম, মোহাম্মদ ইয়াছিন, দপ্তর সম্পাদক মোহাম্মদ সাগির, সহ-দপ্তর সম্পাদক গিয়াস উদ্দীন টুনু।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নগর যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক গাজী ফারুক, বিএনপি নেতা শওকত আলী, দিদার হোসেন, জহির উদ্দীন বাবলু, পাহাড়তলী থানা যুবদলের সদস্য সচিব শওকত খান রাজু, নগর যুবদলের সদস্য আব্দুল করিম, আকবরশাহ থানা যুবদল রাহাত চৌধুরী, মাসুদুল করিম সম্রাট, নেজাম উদ্দীন রকি, জানে আলম, নেজাম উদ্দীন, মালেক, এরশাদ, ৯নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মোহাম্মদ ইউনুস, ১০ নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ মোরশেদ, শহিদুল ইসলাম টিটু, জোবায়ের আলম জুয়েল, মোহাম্মদ নবী, মোহাম্মদ মহসিন, সান্টু, আনোয়ার, জাহেদ, হেলাল উদ্দীন, খোরশেদ আলম রুবেল, ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল সরোয়ার সুমন, যুবদল নেতা মুনছুর আলী মোহন, আবদুল আউয়াল টিপু, দেলোয়ার হোসেন, খালেদ সাইফুল্লাহ, মিজানুর রহমান রাজু, সোহেল বাবু, মোহাম্মদ আলী, মোহাম্মদ শামিম, ইব্রাহিম খলিল সবুজ, ইমাম উদ্দিন তারেক, রুবেল, জেসি, ফারুক, বাদশা, আলমগীর, আব্দুল আজীমসহ প্রমূখ নেতৃবৃন্দ।

এসএএস/এএমএস 

এই বিভাগের আরও খবর