chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ঠোঁট শুষ্ক, যা করবেন

ডেস্ক নিউজ: দেহের অন্যান্য স্থানের ত্বকের তুলনায় ঠোঁট অবিশ্বাস্যরকম পাতলা এবং ঠোঁটের কোনো তৈলগ্রন্থি না থাকায় সহজেই শুকিয়ে যেতে পারে। আবহাওয়া, শীতল বায়ু, শুষ্ক বায়ু, ইনডোর হিটিং, লিপস্টিকের রাসায়নিক উপাদান ও কিছু ওষুধের কারণে ঠোঁট শুষ্ক হয়ে যায়, যার ফলে ঠোঁট ফেটে যায় ও ঠোঁটে এক ধরনের ছাল বা আবরণ সৃষ্টি হয়।

এর সমাধানে যা করতে হবে

১.ঠোঁট মসৃণ করতে দুধের সর, মধু ও চিনি দিয়ে প্রতিদিন মাত্র দুই মিনিট ম্যাসাজ করুন। পাবেন চমৎকার ফল।

২.গোলাপি ঠোঁটের জন্য গোলাপ ফুলের পাপড়ি চটকে নিয়ে ঠোঁটে ম্যাসাজ করুন, পাঁচ মিনিট পর ধুয়ে নিন

৩.আমাদের শরীর আর্দ্র থাকলে ঠোঁটও শুষ্ক হবে না। এজন্য প্রতিদিন অন্তত ৮ গ্লাস পানি পান করুন

৪.অলিভ বা আমন্ড অয়েল ঠোঁটে মেখে রাতে ঘুমাতে যান

৫.ঠোঁট শুষ্ক লাগলে কখনোই জিভ দিয়ে ভেজাবেন না, সঙ্গে লিপবাম রাখুন। কয়েকঘণ্টা পরপর লাগিয়ে নিন

৬.শীতের সময় অবশ্যই ম্যাট নয়, ময়েশ্চারাইজার সমৃদ্ধ লিপস্টিক ব্যবহার করুন।

ভিটামিন সি সমৃদ্ধ ফল কমলা, আমলকি খান আর প্রতিদিন ঠোঁটের একুট যত্ন নিন। এতেই মিষ্টি হেসে শীতকে স্বাগত জানাতে পারবেন।

এই বিভাগের আরও খবর