chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আমাদের পুঁজিবাজার অনেকাংশে গুজব ভিত্তিক: সিএসই চেয়ারম্যান

ডেস্ক নিউজ: দেশের পুঁজিবাজার অনেকাংশে গুজব ভিত্তিক বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহিম।

গতকাল বুধবার বিনিয়োগকারীদের সচেতনতা বিষয়ক অনুষ্ঠান স্টক ট্রেইনিং ইন বাংলাদেশ ‘ওয়েজ টু সারভাইভ অ্যান্ড রাইভ ফর দ্যা জেনারেল ইনভেস্টর’ শীর্ষক ভার্চুয়াল ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সেমিনারটি আয়োজন করে সিএসইর সদস্য এস. আর. ক্যাপিটাল।

সিএসই চেয়ারম্যান বলেন, আমাদের পুঁজিবাজার অনেকাংশে গুজব ভিত্তিক। এখানে অধিকাংশ বিনিয়োগকারী সোস্যাল মিডিয়ার গুজবের উপর ভিত্তি করে লেনদেন (ট্রেড) করেন।

তিনি বলেন, বিনিয়োগকারীরা না জেনে গুজবের উপর ভিত্তি করে ট্রেড করলেই ক্ষতিগ্রস্ত হবেন। এ জন্য তাদের সচেতন করা জরুরি। এ বিষয়টি নিয়ে নিয়ন্ত্রক সংস্থাও কাজ করছে।

আসিফ ইব্রাহিম বলেন, আমাদের পুঁজিবাজারে জিডিপির যে রেশিও তা আরও বেশি থাকা দরকার ছিল। তবে আমরা শিগগিরই সে জায়গায় যাবো।

সিএসই চেয়ারম্যান বলেন, দেশের বাজারে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আসলে বাজার ভালো হবে। ইতোমধ্যে জিপি এবং রবির মতো কোম্পানি বাজারে এসেছে। এখন বাজার একটু ভালো হলে বিদেশিরা বিনিয়োগ করতে সাহস করবে।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর