chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

থামছে না করোনার প্রকোপ, শনাক্ত আরও ৫ লক্ষাধিক

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৪ হাজার ৪১৯ জনের দেহে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ৪৭ লাখ ৪২ হাজার ৫৯৯ জনে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, করোনায় নতুন করে ৭ হাজার ৯৯ জন মারা গেছেন। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে ১১ লাখ ৭৮ হাজার ৫৩৯ জনে ঠেকেছে।

আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থতা লাভ করেছেন ৩ কোটি ২৭ লাখ ১৯ হাজারের বেশি ভুক্তভোগী। এর মধ্যে গত একদিনেই বেঁচে ফিরেছেন ২ লাখ ৭৬ হাজার ৪০৬ জন রোগী।

এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সবকটি অঙ্গরাজ্যেই দীর্ঘ হয়ে চলেছে করোনা রোগীর সংখ্যা। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯১ লাখ ২০ হাজার ৭৫১ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২ লাখ ৩৩ হাজার ১৩০ জনের।

সংক্রমণের হারে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮০ লাখ ৩৮ হাজার ৭৬৫ জন এবং মৃত্যু হয়েছে এক লাখ ১২০ হাজার ৫৬৩ জনের।

প্রাণহানিতে দ্বিতীয় সর্বোচ্চ ও সংক্রমণে তিনে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনার শিকার ৫৪ লাখ ৬৯ হাজার ৭৫৫ জন মানুষ। মৃত্যু হয়েছে এক লাখ ৫৮ হাজার ৪৬৮ জনের।

চারে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী প্রায় ১৫ লাখ ৬৪ হাজার মানুষ। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ২৬ হাজার ৯৩৫ জন।

ফ্রান্সে এখন পর্যন্ত করোনা হানা দিয়েছে ১২ লাখ ৩৫ হাজারের বেশি মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৩৫ হাজার ৭৮৫ জনের।

বাংলাদেশের বুধবার পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৩ হাজার ৭৯ জন। এর মধ্যে ৩ লাখ ১৯ হাজার ৭৩৩ জন সুস্থতা লাভ করলেও প্রাণহানি ঘটেছে ৫ হাজার ৮৬১ জনের।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর