chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনায় আক্রান্ত আরও সাড়ে ৪ লাখ মানুষ, মৃত্যু ৭ হাজার

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ৫৯ হাজার ২০ জনের দেহে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ৪২ লাখ ৩৪ হাজার ৯৩৩ জনে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, করোনায় নতুন করে মারা গেছেন ৭ হাজার ২৩ জন। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে ১১ লাখ ৭১ হাজার ২৭১ জনে ঠেকেছে।

আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থতা লাভ করেছেন ৩ কোটি ২৪ লাখ ৪৩ হাজার ভুক্তভোগী। এর মধ্যে গত একদিনেই বেঁচে ফিরেছেন প্রায় ২ লাখ ৬৯ হাজার ৫৭৪ জন রোগী।

মার্কিন যুক্তরাষ্ট্রের সবকটি অঙ্গরাজ্যেই দীর্ঘ হয়ে চলেছে করোনা রোগীর সংখ্যা। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯০ লাখ ৩৮ হাজার ৩০ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে দুই লাখ ৩২ হাজার ৮৪ জনের।

সংক্রমণের হারে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭৯ লাখ ৮৮ হাজার ৮৫৩ জন এবং মৃত্যু হয়েছে এক লাখ ২০ হাজার ৫৪ জনের।

প্রাণহানিতে দ্বিতীয় সর্বোচ্চ ও সংক্রমণে তিনে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনার শিকার ৫৪ লাখ ৪০ হাজার ৯০৩ জন মানুষ। মৃত্যু হয়েছে এক লাখ ৫৭ হাজার ৯৮১ জনের।

চারে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী প্রায় ১৫ লাখ ৪৮ হাজার মানুষ। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ২৬ হাজার ৫৮৯ জন।

ফ্রান্সে এখন পর্যন্ত করোনা হানা দিয়েছে প্রায় ১১ লাখ ৯৯ হাজার মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৩৫ হাজার ৫৪১ জনের।

ছয়ে থাকা থাকা স্পেনে ঊর্ধ্বমুখী সংক্রমণে আক্রান্তের সংখ্যা বেড়ে পৌনে ১২ লাখ ছুঁতে চলেছে। প্রাণহানি ঘটেছে ৩৫ হাজার ২৯৮ জনের।

বাংলাদেশের মঙ্গলবার পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪ লাখ ১ হাজার ৫৮৬ জন। এর মধ্যে ৩ লাখ ১৮ হাজার ১২৩ জন সুস্থতা লাভ করলেও প্রাণহানি ঘটেছে ৫ হাজার ৮৩৮ জনের।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর