chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পরিবেশ বান্ধব না হওয়ায় সীতাকুণ্ডের এএমএন শিপইয়ার্ডকে ২০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: পরিবেশ বান্ধব না হওয়ায় চট্টগ্রামের   সীতাকুণ্ডে এএমএন শিপইয়ার্ডকে ২০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর

রৃহস্পতিবার(২৩ অক্টোবর)  ৮নং সোনাইছড়ি ইউনিয়নের উত্তর বার আউলিয়াস্হ মাস্টার কাশেমের মালিকানাধীন এ এমএন শিপইয়ার্ডকে জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, এএমএন শিপইয়ার্ড পরিবেশের ভারসাম্য সৃষ্টি না করে আশেপাশের এলাকা দুষণ করে আসছিল। তাছাড়া শিপইয়ার্ডটি পরিবেশ লাইসেন্সও নবায়ন না করে শিপ কাটা অব্যাহত রাখে। পরিবেশ অধিদপ্তর শুনানি শেষে ২০ হাজার টাকা জরিমানা করে।

এব্যাপারে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হারুন রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মাস্টার কাশেম তার শিপইয়ার্ড শতভাগ পরিবেশ বান্ধব হিসাবে গড়ে না তোলায় তাকে জরিমানা করা হয়।

চখ/নচ

এই বিভাগের আরও খবর