chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

জরুরি অবস্থার প্রস্তাবে মালয়েশিয়ার রাজার অসম্মতি

আন্তর্জাতিক ডেস্ক: জরুরি অবস্থা জারির জন্য মালয়েশিয়ার রাজা আল-সুলতান আব্দুল্লাহকে অনুরোধ করেছিলেন দেশটির প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিন। তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মালয়েশিয়ার রাজা।

রবিবার (২৫ অক্টোবর) রাজপ্রাসাদ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছিল, দেশে জরুরি অবস্থা জারির জন্য রাজাকে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিন। অন্যান্য প্রদেশের শাসকদের সঙ্গে আলোচনার পর রাজা এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।

মালয়েশিয়ার সংবিধান অনুযায়ী, একমাত্র রাজাই দেশে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। মালয়েশিয়ার ৯টি প্রদেশের শাসকদের নিয়ে গঠিত দ্য কাউন্সিল অব রুলার্স দেশের যে কোনো আইনের অনুমোদন স্থগিত করতে পারে।

রোববার প্রাসাদ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, এই মুহূর্তে মহামান্যের জন্য দেশে বা দেশের যে কোনো অঞ্চলে জরুরি অবস্থা জারির কোনো প্রয়োজন নেই বলে আল-সুলতান আব্দুল্লাহ তার মত জানিয়েছেন।

এতে আরও বলা হয়েছে, ‘মহামান্য আস্থাবান যে, করোনা মহামারির বিস্তার রোধে নীতি ও কার্যক্রম বাস্তবায়নের সামর্থ্য প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকারের রয়েছে।’

প্রশাসনের স্থিতিশীলতার ওপর প্রভাব ফেলে এমন কিছু নিয়ে রাজনীতি না করার আহ্বানও জানিয়েছেন রাজা।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর