chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দেশে ফিরেছে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ‘বিজয়’

নিজস্ব প্রতিবেদক : ভূমধ্যসাগরের লেবাননে মাল্টিন্যাশনাল মেরিটাইম টাস্ক ফোর্সের আওতায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সফলভাবে দায়িত্ব পালন শেষে দেশে ফিরেছে নৌবাহিনীর যুদ্ধজাহাজ বিজয়।

আজ রবিবার (২৫ অক্টোবর) জাহাজটি চট্টগ্রাম নেভাল জেটিতে এসে পৌঁছালে আনুষ্ঠানিকভাবে জাহাজে থাকা অফিসার সেইলরদের স্বাগত জানান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল।

এসময় সফলভাবে মিশন সমাপ্ত করার জন্য জাহাজে উপস্থিত সব কর্মকর্তা ও নাবিককে শুভেচ্ছা জানান।

২০১৭ সালের ১ ডিসেম্বর জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নিতে জাহাজটি লেবানন যায়। জাহাজটি লেবাননের জলসীমায় মেরিটাইম ইন্টারডিকশন অপারেশন, সন্দেহজনক জাহাজ ও এয়ারক্রাফটের ওপর নজরদারি, দুর্ঘটনা কবলিত জাহাজে উদ্ধার তৎপরতা এবং লেবাননের নৌবাহিনীর সদস্যদের প্রশিক্ষণ প্রদান করে আসছিল।

শান্তিরক্ষা মিশনে নিয়োজিত থাকাকালে ৪ আগস্ট লেবাননের রাজধানী বৈরুত বন্দরের একটি ওয়ারহাউজে ভয়াবহ বিস্ফোরণের সময় জাহাজটি ক্ষতিগ্রস্থ হয়। এরপর তুরস্কে মেরামত শেষে ২৪ সেপ্টেম্বর জাহাজটি বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করে।

এসএএস/

এই বিভাগের আরও খবর