chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে মৃদু ভূমিকম্প অনুভূত

ডেস্ক নিউজ : চট্টগ্রামে আজ শনিবার সকালে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল  ৪ দশমিক ৬ ।  ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল খাগড়াছড়ি জেলা সদর থেকে ২৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে  ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায়।  

 মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) তাদের ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে।

ইউএসজিএস বলছে, শনিবার (২৪ অক্টোবর) বাংলাদেশের স্থানীয় সময় সকাল ৯টা ২১ মিনিটে এই ভূমিকম্প আঘাত হেনেছে। তারা বলছে, মাঝারি মাত্রার এই ভূমিকম্পটির গভীরতা ছিল ৪১.৩ কিলোমিটার।

তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে ভারতের সিসমোলজি সেন্টার জানিয়েছে, ওই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.১।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) বলছে, ৪.১ মাত্রার এই ভূমিকম্পটির গভীরতা ছিল ৫০ কিলোমিটার। তারা জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে ১৭৩ কিমি দূরে খাগড়াছড়ি শহরে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই ভূমিকম্পের পর ভারতের বিভিন্ন স্থানে কম্পন অনুভূত হয়। তবে ভূমিকম্পের ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

এসএএস/নচ

এই বিভাগের আরও খবর