chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রাম আরও ৮১ জনের করোনা পজিটিভ

নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৮৯৮ জনের নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ৮১ জন। নতুন শনাক্তদের মধ্যে ৬৬ জন নগরের ও ১৫ জন উপজেলার বাসিন্দা।

শনিবার (২৪ অক্টোবর) সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে এ পর্যন্ত করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ২০ হাজার ৬৪০ জনের। এর মধ্যে ১৫ হাজার ৭২ জন নগরের ও ৫ হাজার ৫৬৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় কারও মৃত্যু হয়নি।  এ পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩০১ জন; এর মধ্যে ২০৮ জন নগরের ও ৯৩ জন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন জানান, শুক্রবার চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৩১৫ জনের নমুনা পরীক্ষা করে ২২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। ফৌজদারহাটের বিআইটিআইডিতে ১৪৯ জনের নমুনা পরীক্ষায় ৩ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪৯ জনের নমুনার পরীক্ষা করে ১৪ জনের ও চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয়ে ৬২ জনের নমুনার মধ্যে ৫ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৬৩ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের দেহে জীবাণুটি শনাক্ত হয়েছে। বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে ১৩৪ জনের নমুনা পরীক্ষা করে ১৮ জনের ও শেভরণে ১০৪ জনের নমুনার মধ্যে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ২২ জনের নমুনার মধ্যে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে।

এসএএস/

এই বিভাগের আরও খবর