chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চাঁদা চেয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, ৩ জনের বিরুদ্ধে মামলা

ডেস্ক নিউজ : প্রাণনাশের হুমকি দিয়ে ১ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যার বাসিন্দা তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন মো. ওয়াসিম নামে এক কেয়ারটেকার।

গত সোমবার (১৯ অক্টোবর) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলাটি দায়ের করা হয়।

মামলায় আসামিরা হলেন- চরলক্ষ্যা গ্রামের খোরশেদ আলমের ছেলে ইকবাল খোরশেদ প্রকাশ ডা. ইকবাল (৪০), গোলাম কাদেরের ছেলে আনু মিয়া (৪২) ও চান মিয়ার ছেলে জিকু (২৫)। এছাড়া মামলায় ৪/৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

বাদি পক্ষের আইনজীবী জোবায়েরুল হক বলেন, প্রাণনাশের হুমকি দিয়ে ১ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যার বাসিন্দা তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন মো. ওয়াসিম। আদালত মামলাটি কর্ণফুলী থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, গত ১৭ অক্টোবর আসামিরা পুর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রসহ ঘটনাস্থলে এসে ১ লাখ টাকা চাঁদা দাবি করেন।

এসময় আসামিরা তাকে মারধর করেন এবং হত্যার উদ্দেশ্যে গলা টিপে ধরেন। পরে তার চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা ভাঙচুর চালিয়ে পালিয়ে যায়।

এই বিভাগের আরও খবর