chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বেড়েছে করোনা সংক্রমণ, একদিনেই পৌনে ৫ লাখ আক্রান্তের রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। গত একদিনেই করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ৭৮ হাজার ১৩২ জনের দেহে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ১৯ লাখ ৬৭ হাজার ৫৮৭ জনে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, করোনায় নতুন করে প্রাণ হারিয়েছেন ৬ হাজার ৪৭০ জন। এতে করে মৃতের সংখ্যা বেড়ে ১১ লাখ ৪২ হাজার ১৬৭ জনে ঠেকেছে।

এখন পর্যন্ত সুস্থতা লাভ করেছেন ৩ কোটি ১১ লাখ ৭৮ হাজারের বেশি ভুক্তভোগী। এর মধ্যে গত একদিনেই বেঁচে ফিরেছেন প্রায় ২ লাখ ৭৪ হাজার রোগী।

যুক্তরাষ্ট্রের সবকটি অঙ্গরাজ্যেই বাড়ছে করোনা সংক্রমণ। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮৬ লাখ ৬১ হাজার ৬৫১ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে দুই লাখ ২৮ হাজার ৩৮১ জনের।

সংক্রমণের হারে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭৭ লাখ ৫৯ হাজার ৬৪০ জন এবং মৃত্যু হয়েছে এক লাখ ১৭ হাজার ৩৩৬ জনের।

প্রাণহানিতে দ্বিতীয় সর্বোচ্চ ও সংক্রমণে তিনে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনার শিকার ৫৩ লাখ ৩২ হাজার ৬৩৪ জন মানুষ। মৃত্যু হয়েছে এক লাখ ৫৫ হাজার ৯৬২ জনের।

চারে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ১৪ লাখ ৬৩ হাজারের বেশি মানুষ। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ২৫ হাজার ২৪২ জন।

শীর্ষ পাঁচ দেশের তালিকায় আবারও নাম ওঠা স্পেনে এখন পর্যন্ত করোনা হানা দিয়েছে ১০ লাখ ৯০ হাজারের বেশি মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৩৪ হাজার ৫২১ জনের।

ছয়ে থাকা আর্জেন্টিনায় ঊর্ধ্বমুখী সংক্রমণে আক্রান্তের সংখ্যা বেড়ে ১০ লাখ ৫৪ হাজার ছুঁই ছুঁই। প্রাণহানি ঘটেছে ২৭ হাজার ৯৫৭ জনের।

বাংলাদেশে বৃহস্পতিবার পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৯৪ হাজার ৮২৭ জন। এর মধ্যে ৩ লাখ ১০ হাজার ৫৩২ জন সুস্থতা লাভ করলেও প্রাণহানি ঘটেছে ৫ হাজার ৭৪৭ জনের।

এমআই /চখ

এই বিভাগের আরও খবর