chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

এবার নিম্ন আদালতেও জামিন পেয়েছেন ঠাকুরগাঁওয়ের সাংবাদিক আল মামুন

ডেস্ক নিউজ : করোনা মহামারির শুরুতে প্রশাসনের ভূমিকা নিয়ে সমালোচনা করার কারণে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় উচ্চ আদালতের পর এবার নিম্ন আদালতেও জামিন পেয়েছেন ঠাকুরগাঁওয়ের সাংবাদিক আল মামুন জীবন।

বুধবার (২১ অক্টোবর) ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মামুনুর রশিদ শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

সাংবাদিক মামুনের পক্ষে জামিনের আবেদন করেন ঠাকুরগাঁও আইনজীবি সমিতির অ্যাডভোকেট সৈয়দ আলম।

এছাড়া শুনানিতে ঠাকুরগাঁও জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এন্তাজুল ইসলাম, অ্যাডভোকেট আবু হাসনাত বাবু, অ্যাডভোকেট ফেরদৌস হোসাইন ও অ্যাডভোকেট রুহুল আমিন অংশ নেন।

সাংবাদিক আল মামুন জীবন দৈনিক অধিকার পত্রিকার ঠাকুরগাঁও প্রতিনিধি এবং নর্থবেঙ্গল ২৪ ডট নেট পত্রিকার বার্তা প্রধানের দায়িত্ব পালন করছেন।

প্রসঙ্গত, ঠাকুরগাঁওয়ে করোনা প্রতিরোধে ডিসি, এসপিসহ জেলা প্রশাসনের ভূমিকা নিয়ে সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় গত ১৫ এপ্রিল বালিয়াডাঙ্গী থানায় এসআই জহুরুল ইসলাম বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে জীবনের নামে মামলা দায়ের করেন।

এএমএস/চখ

এই বিভাগের আরও খবর