chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল

আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। এরা হলেন- খোকন চৌধুরী ও মো. তানজির আবেদীন।

মনোনয়নের সঙ্গে জমা দেওয়া ৩০০ ভোটারের স্বাক্ষরসংবলিত তালিকা ত্রুটিপূর্ণ এবং ভোটারের সইসংবলিত তালিকা যাচাই-বাছাই করে সত্যতা না মেলায় দুই জনের মনোনয়নের বাতিল করা হয়েছে বলে জানা যায়।

এদিকে, মেয়র পদে আওয়ামী লীগের এম রেজাউল করিম চৌধুরী, বিএনপির ডা. শাহাদাত হোসেন, জাতীয় পার্টির সোলায়মান আলম শেঠ ও ইসলামী ফ্রন্টের প্রার্থী আল্লামা এম এ মতিনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী ৮ মার্চ প্রার্থিতা প্রত্যাহার, পরদিন ৯ মার্চ প্রতীক বরাদ্দ এবং ২৯ মার্চ ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে।

২০১৫ সালের ২৮ এপ্রিল একযোগে ঢাকা মহানগরের উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেই নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী এম মনজুর আলমকে পরাজিত করে আ জ ম নাছির উদ্দীন নির্বাচিত হন।

এই বিভাগের আরও খবর