chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হয়রানির অভিযোগে দাগনভূঞা থানার ওসি প্রত্যাহার

ডেস্ক নিউজ:  ব্যবসায়ীসহ বিভিন্ন ব্যক্তিকে হয়রানির অভিযোগে ফেনীর দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম সিকদারকে প্রত্যাহার করা হয়েছে| বুধবার (২১ অক্টোবর) রাতে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেনের এক আদেশে তাকে প্রত্যাহার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন। (সোনাগাজী-দাগনভূঞা সার্কেল)’র সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সাইফুল আহম্মদ ভূঁইয়া

ওসি আসলাম শিকদারের বিরুদ্ধে চট্টগ্রামের  আগ্রাবাদের একজন ব্যবসায়ী রেঞ্জ ডিআইজি অনোয়ার হোসেনের কাছে প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ করেন।  এছাড়া তিনি দাগনভূঞা থানায় যোগদান করার পর ওই এলাকার অসংখ্য ব্যাক্তিকে মিথ্যা হয়রানিমূলক মামলা, আদালতের স্থিতি অবস্থা থাকার পরও জমি দখল করে স্থাপনা নির্মানে জড়িত থাকা সহ একাধিক অভিযোগ রয়েছে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (সোনাগাজী-দাগনভূঁইয়া সার্কেল) মো. সাইফুল আহম্মদ ভূঁইয়া বলেন, ওসি আসলাম উদ্দিনের বিরুদ্ধে এই অভিযোগগুলো তদন্ত করেছে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের একজন এডিশনাল আইজি।  তদন্তের পরে জানা যাবে এসব অভিযোগ কতটা সত্য কি মিথ্যা।

এই বিভাগের আরও খবর