chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সীমান্তে ৪ বাংলাদেশী জেলেকে ধরে নিয়ে বিএসএফের নির্যাতন

ডেস্ক নিউজ: রাজশাহী সীমান্ত থেকে ৪ জেলেকে ধরে নিয়ে নির্যাতনের পর ছেড়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (২১ অক্টোবর) তাদের ছেড়ে দেয়ার পর রাত ১১ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নির্যাতিত জেলেরা হলেন- রাজশাহীর পবা উপজেলার গহমাবোনা গ্রামের জকিমুদ্দিনের ছেলে মো. আলম, আলমের ছেলে আনোয়ার, সাইদুর রহমানের ছেলে সিফাত এবং কসবা গ্রামের জুল্লুর ছেলে সোনারুল।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রাজশাহী-১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ জানান, বুধবার ভোরে পদ্মা নদীতে মাছ ধরতে গেলে ওই চার জেলেকে ধরে নিয়ে গিয়ে নির্যাতনের করে বিএসফ সদস্যরা। আজ এ বিষয়ে পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে। আমরা এ ঘটনার প্রতিবাদ জানাবো। জেলেদের নৌকা ফেরত চাইবো।

এই বিভাগের আরও খবর