chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনায় একদিনে রেকর্ড ৪ লাখ ৩৭ হাজার আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক: করোনার দাপট কোনোভাবেই থামানো যাচ্ছে না। গত ২৪ ঘণ্টায় বিশ্বে রেকর্ড ৪ লাখ ৩৭ হাজার ৪৪১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ১৪ লাখ ৬২ হাজার ৪৩৯ জনে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, করোনায় নতুন করে ৬ হাজার ৮৫৫ জন মারা গেছেন। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে ১১ লাখ ৩৫ হাজার ৭০৩ জনে ঠেকেছে।

এখন পর্যন্ত সুস্থতা লাভ করেছেন ৩ কোটি ৯ লাখ ৪ হাজারের বেশি ভুক্তভোগী। এর মধ্যে গত একদিনেই বেঁচে ফিরেছেন প্রায় ২ লাখ ৮৫ হাজার রোগী।

যুক্তরাষ্ট্রের সব কটি অঙ্গরাজ্যেই বাড়ছে করোনা সংক্রমণ। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮৫ লাখ ৮৪ হাজার ৮১৯ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে দুই লাখ ২৭ হাজার ৪০৯ জনের।

সংক্রমণের হারে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭৭ লাখ ৫ হাজার ১৫৮ জন এবং মৃত্যু হয়েছে এক লাখ ১৬ হাজার ৬৫৩ জনের।

প্রাণহানিতে দ্বিতীয় সর্বোচ্চ ও সংক্রমণে তিনে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনার শিকার ৫৩ লাখ ৬৪৯ জন মানুষ। মৃত্যু হয়েছে এক লাখ ৫৫ হাজার ৪৫৯ জনের।

চারে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ১৪ লাখ ৪৭ হাজারের বেশি। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ২৪ হাজার ৯৫২ জন।

সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় শীর্ষ পাঁচ দেশের তালিকায় আবারও নাম ওঠা ইউরোপের দেশ স্পেনে এখন পর্যন্ত করোনা হানা দিয়েছে ১০ লাখ ৪৭ হাজার মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৩৪ হাজার ৩৬৬ জনের।

ছয়ে থাকা আর্জেন্টিনায় ঊর্ধ্বমুখী সংক্রমণে আক্রান্তের সংখ্যা বেড়ে ১০ লাখ ৩৭ হাজার পেরিয়েছে। প্রাণহানি ঘটেছে ২৭ হাজার ৫১৯ জনের।

বাংলাদেশের বৃহস্পতিবার পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৯৩ হাজার ১৩১ জন। এর মধ্যে ৩ লাখ ৮ হাজার ৮৪৫ জন সুস্থতা লাভ করলেও প্রাণহানি ঘটেছে ৫ হাজার ৭২৩ জনের।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর