chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হালদা থেকে এবার ৯ কেজি ওজনের মৃত কাতলা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি : অর্ধগলিত ডলফিন উদ্ধারের ৯দিনের মাথায় ফের একটি মৃত কাতলা মাছ উদ্ধার হয়েছে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী থেকে।

আজ বুধবার (২১ অক্টোবর) সকালে নদীটির কেরামতলির বাঁক এলাকা থেকে মৃত অবস্থায় কাতলা মাছটি উদ্ধার করা হয়। ৩৪ সেমি দৈর্ঘ্যর কাতলা মাছটির ওজন প্রায় ৯ কেজি।

হালদা বিশেষজ্ঞ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনজুরুল কিবরীয়া তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাছটির দেহের নীচের দিকে একটি আঘাতের চিহ্ন রয়েছে।

এদিকে হালদা নদী থেকে মৃত মাছ উদ্ধারের খবর পেয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মৃত মাছটি পাশ্ববর্তী স্থানে পুঁতে ফেলার নির্দেশ দেন।

এর আগে গত ১২ অক্টোবর রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের আজিমের ঘাট এলাকা থেকে মৃত অবস্থায় ৪৬ ইঞ্চি দৈর্ঘ্যের অর্ধগলিত একটি ডলফিন উদ্ধার করা হয়েছিল।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর