chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ডাক বিভাগের ৪৫ লক্ষ টাকা আত্মসাত : ২ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

চট্টগ্রাম ডেস্ক : জালিয়াতি করে চট্টগ্রাম ডাক বিভাগের ৪৫ লক্ষ টাকা আত্মসাতের দায়ে দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুদক

আজ বুধবার (২১ অক্টোবর) দুপুরে নগরীর আগ্রাবাদের দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১-এ দুদকের সহকারী পরিচালক শহীদুল ইসলাম মোড়ল বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় অভিযুক্তরা হলেন চট্টগ্রাম ডাক বিভাগের সহকারী পোষ্ট মাষ্টার নুর মোহাম্মদ ও পোষ্টাল অপারেটর মো. সরওয়ার আলম খান।

দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর উপ-পরিচালক লুৎফুল কবির চন্দন চট্টলার খবরকে জানান, এ দুই কর্মকর্তা পরষ্পরের যোগসাজশে ভিন্ন ভিন্ন ব্যক্তির ভুয়া নাম ঠিকানা ও ছবি ব্যবহার করে সরকারি খাতের ৪৫ লক্ষ টাকা উত্তোলন করেন।

তাদের বিরুদ্ধে দূর্নীতি প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানায় দুদক।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর