chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কৈলাশ থেকে মর্ত্যে আসছেন দেবীদুর্গা

নিজস্ব প্রতিবেদক : বোধনের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপূজা। সারাদেশের মত চট্টগ্রামেও সকল প্রস্তুতি শেষ করেছে আয়োজক কমিটি।

বুধবার (২০ অক্টোবর) নগরীর বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে এমনটাই দেখা গেছে।

তবে করোনা মহামারীর কারণে এবার দুর্গাপূজা অনুষ্ঠিত হবে সীমিত আকারে। যথাযথ নিয়ম কানুন মেনে।

আয়োজকরা জানিয়েছেন ‘নো মাস্ক, নো এন্ট্রি’। মণ্ডপে আগত ভক্ত-দশনার্থীদের অবশ্যই মাস্ক পড়ে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। এছাড়া একসাথ ১৫-২০ জনের বেশি মানুষ জড়ো না হওয়ারও অনুরোধ করেছে মহানগর পূজা উদযাপন পরিষদ।

নানা বিধিনিষেধের মধ্যেই শুরু হচ্ছে বাঙালি সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। কৈলাশ থেকে মর্ত্যে আসছেন অসুর বিনাশীনী দেবীদূর্গা। মণ্ডপে মণ্ডপে চলবে দেবী অর্চনা-আরাধনা। সোমবার বিসর্জন অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে দুর্গাপূজা।

দেবীদুর্গা নিয়ে যাবে প্রানঘাতী করোনা ভাইরাসকে। দিয়ে যাবে তার সন্তানদের মুক্তি। আবারও হাসবে পৃথিবী। এমনটাই প্রত্যাশা সকলের।

কামরুল/সজীব