chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

লাইটার জাহাজের ১৪ জন নাবিক জীবিত উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : সন্দ্বীপের কাছে ২ হাজার টন গম বোঝাই লাইটার জাহাজ এম ভি কারিনা-১ থেকে ১৪ জন ক্রুকে নিরাপদে উদ্ধার করেছে কোস্ট গার্ড। গতকাল সোমবার (১৯ অক্টোবর) মধ্যরাতে বঙ্গোপসাগরে টহলরত কোস্ট গার্ডের জাহাজ শ্যামল বাংলা তাদেরকে উদ্ধার করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার এম হায়াত ইবনে সিদ্দিক।

জানা যায়, সন্দ্বীপ থেকে ১০ নটিক্যাল মাইল দক্ষিণে বঙ্গোপসাগরে নোঙরে থাকা অবস্থায় লাইটার জাহাজটিতে ছিদ্র হয়ে পানি ঢুকে এবং ইঞ্জিন রুমে আগুন লাগে। উক্ত সংবাদ পেয়ে টহলে থাকা অবস্থায় বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ বিসিজিএস শ্যামল বাংলা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং জাহাজে থাকা ১৪ জন নাবিককে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত নাবিকদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় এবং পরবর্তী কার্যক্রম গ্রহনের জন্য বিসিজি বার্থ পতেঙ্গায় নিয়ে যাওয়া হয়।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে উদ্ধারকৃত ব্যক্তিদের জাহাজের মালিক মো. করিম বেপারি ও তাদের পরিবারের কাছে হাস্থান্তর করা হয় ।

এসএএস/চখ

এই বিভাগের আরও খবর