chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মাধ্যমিকের বার্ষিক পরীক্ষা বিষয়ে ঘোষণা আসছে কাল

ডেস্ক নিউজ: করোনার কারণে দীর্ঘদিন ধরে বন্ধ আছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। এরমধ্যে বাতিল হয়েছে কিছু পরীক্ষা। সামনের পরীক্ষাগুলোও রয়েছে অনিশ্চয়তায়।

এদিকে জানা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমিক পর্যায়ের বার্ষিক পরীক্ষা নিয়ে সরকারি ঘোষণা আসছে বুধবার (২১ অক্টোবর)। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি দুপুর ১২টার দিকে এ বিষয়ে ভার্চুয়াল সংবাদ সম্মেলন করে জানাবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

দেশে করোনা ভাইরাস পরিস্থিতিতে এ বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী, ইবতেদায়ি সমাপনী, জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) এবং উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না।

টানা ৭ মাস ধরে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় বার্ষিক পরীক্ষা নিয়েও অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। যদিও স্কুলগুলোর মূল্যায়নেই শিক্ষার্থীরা পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হবেন বলে শিক্ষা বোর্ডগুলো জানিয়েছে।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর