chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

থামছে না করোনা সংক্রমণ, শনাক্ত আরও ৩ লক্ষ ৩৮ হাজার

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৩৭ হাজার ৮৫৪ জনের দেহে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ৬ লাখ ৩৫ হাজার ৩শ’ জনে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, করোনায় নতুন করে ৪ হাজার ৩৮৯ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১১ লাখ ২২ হাজার ৭৫৮ জন।

আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থতা লাভ করেছেন ৩ কোটি ৩ লাখ ৪৭ হাজারের বেশি ভুক্তভোগী। এর মধ্যে গত একদিনেই বেঁচে ফিরেছেন ২ লাখ ৩৯ হাজারের অধিক রোগী।

করোনার সবচেয়ে ভুক্তভোগীদের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের সবকটি অঙ্গরাজ্যেই বাড়ছে করোনা সংক্রমণ। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮৪ লাখ ৫৬ হাজার ৬৫৩ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে দুই লাখ ২৫ হাজার ২২২ জনের।

দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭৫ লাখ ৯৪ হাজার ৭৩৬ জন এবং মৃত্যু হয়েছে এক লাখ ১৫ হাজার ২৩৬ জনের।

প্রাণহানিতে দ্বিতীয় সর্বোচ্চ ও সংক্রমণে তিনে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনার শিকার ৫২ লাখ ৫১ হাজার ১২৭ জন মানুষ। মৃত্যু হয়েছে এক লাখ ৫৪ হাজার ২২৬ জনের।

চারে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ১৪ লাখ ১৫ হাজারের বেশি মানুষ। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ২৪ হাজার ৩৬৬ জন।

সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় শীর্ষ পাঁচ দেশের তালিকায় আবারও নাম উঠেছে ইউরোপের দেশ স্পেনের। যেখানে এখন পর্যন্ত করোনা হানা দিয়েছে প্রায় ১০ লাখ ১৬ হাজার মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৩৩ হাজার ৯৯২ জনের।

ছয়ে থাকা আর্জেন্টিনায়ও সংক্রমণ দশ লাখের কোটায় প্রবেশ করেছে। ঊর্ধ্বমুখী সংক্রমণের ফলে ভাইরাসটি এখন পর্যন্ত ১০ লাখ আড়াই হাজারের বেশি মানুষের দেহে শনাক্ত হয়েছে। প্রাণহানি ঘটেছে ২৬ হাজার ৭১৬ জনের।

বাংলাদেশের সোমবার পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৯০ হাজার ২০৬ জন। এর মধ্যে ৩ লাখ ৩ হাজার ৯৭২ জন সুস্থতা লাভ করলেও প্রাণহানি ঘটেছে ৫ হাজার ৬৮১ জনের।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর