chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সনদ ছাড়া প্যাডে, সিলে ও কার্ডে ডাঃ লিখে প্রতারণা, ভুয়া চিকিৎসককে জরিমানা

নিজস্ব প্রতিনিধি : নাম নুরুল আলম, বয়স ৫৪। হাটহাজারীর ফতেয়াবাদ বটতল বাজারের মেসার্স আলম ফার্মেসীতে তার চেম্বার। চিকিৎসা সংশ্লিষ্ট উপযুক্ত শিক্ষাগত যোগ্যতার কোন সনদ না থাকলেও পরিচয়, তিনি চিকিৎসক

ছাপানো প্যাডে, সিলে ও কার্ডে ডাঃ পদবি ব্যবহার করে তিনি দীর্ঘদিন ধরে সেবাগ্রহিতাদের সাথে প্রতারণা করে আসছিলেন। এমন অভিযোগ স্থানীয়দের।

নানান অভিযোগের সূত্র ধরে আজ সোমবার (১৯ অক্টোবর) উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিনের নির্দেশনায় ভ্রাম্যমান আদালতের একটি টিম ওই ফার্মেসীতে অভিযানে যায়। এসময় চিকিৎসক পরিচয় দিয়ে সেবাগ্রহিতাদের সাথে নুরুল আলমের প্রতারণার বিষয়টি প্রমাণিত হয়।

বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্যাহর নেত্বত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫৪ বছর বয়সী এ ব্যাক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে প্যাড, কার্ড ও সিল জব্দ করা হয় এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করে ভ্রাম্যমান আদালত।

অভিযানের সত্যতা স্বীকার করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্যাহ জানান, জনকল্যাণে ও জনসচেতনতায় ভ্রাম্যমাণ আদালতের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর