chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আইপিএলে ৫ হাজার রানের ক্লাবে ওয়ার্নার, ভাঙল কোহলির রেকর্ড

খেলাধুলা ডেস্ক : আইপিএলের ৩৫তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে দলকে জেতাতে না পারলেও আইপিএলে ব্যক্তিগত নজির গড়লেন অজি তারকা ডেভিড ওয়ার্নার

এই ম্যাচে তোলা রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে আইপিএলে ৫ হাজার রানের এলিট ক্লাবের সদস্য হলেন এই অজি তারকা। ৩৩ বলে ৪৭ রানে অপরাজিত থেকেও অল্পের জন্য দলকে জয় এনে দিতে ব্যর্থ হন ওয়ার্নার।

এর আগে আইপিএলে দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ১৫৭টি ইনিংস খেলে ৫ হাজার রানের ক্লাবের রেকর্ড স্পর্শ করেছিলেন আরসিসি অধিনায়ক বিরাট কোহলি

তবে তার রেকর্ড ভেঙ্গে তার থেকে আরো ২২টি ম্যাচ কম খেলেও ৫ হাজারের এলিট ক্লাবের সদস্য হলেন ওয়ার্নার। সামগ্রিকভাবে চতুর্থ হলেও বিদেশি ব্যাটসম্যান হিসেবে ওয়ার্নারই ফ্র্যাঞ্চাইজি লিগে প্রথম এই মাইলস্টোন স্পর্শ করলেন।

এর আগে আইপিএলে ৫ হাজার রানের ক্লাবে পা দেওয়া বাকি আরো ২ ব্যাটসম্যান হলেন সুরেশ রায়না এবং রোহিত শর্মা। তৃতীয় দ্রুততম হিসেবে ১৭৩ ইনিংসে এই নজির ছুঁয়েছিলেন রায়না।

এদিন সুপার ওভারে ৩ রান করে ম্যাচ জিতে নেয় কেকেআর৷ প্রথম ম্যাচে এবং সুপার ওভারে দুরন্ত বোলিং করে ম্যাচের সেরা পুরস্কার জিতে নিলেন ফার্গুসন৷ তাঁর হাত ধরেই ফের জয়ে ফিরল কেকেআর৷

চখ/আর এস

এই বিভাগের আরও খবর