chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনা আক্রান্ত হলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

ডেস্ক নিউজ : তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদের দেহে প্রাণঘাতী করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) ল্যাবে নমূনা পরীক্ষায় তাঁর করোনা ভাইরাস শনাক্ত হয়।

বর্তমানে তার শারীরিক অবস্থা ভাল এবং তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

শুক্রবার (১৬ অক্টোবর) রাতে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মীর আকরাম উদ্দিন আহম্মদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, করোনা পজেটিভ রিপোর্ট আসলেও বর্তমানে তিনি বেশ ভাল আছেন। তিনি তার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

জানা যায়, করোনাকালে প্রায় প্রতিদিনই সচিবালয়ে দাফতরিক কাজ করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া সংসদীয় আসন থেকে টানা তিনবারের সাংসদ নির্বাচিত হয়েছেন।

তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করার আগেও তিনি আওয়ামী লীগ সরকারের বন ও পরিবেশ মন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর