chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

এমপি নিক্সনের বিরুদ্ধে ইসির মামলা

ডেস্ক নিউজ: ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের বিরুদ্ধে আচরণবিধি লংঘনের অভিযোগে মামলা করেছে নির্বাচন কমিশন (ইসি)। মামলায় উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৩ ও উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬ বিধি অনুযায়ী নিক্সন চৌধুরীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে মামলার এজাহারে অনুরোধ জানানো হয়েছে।  

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে চরভদ্রাসন থানায় এ মামলা দায়ের করেন জেলার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা নওয়াবুল ইসলাম। এসময় উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

গত ১০ অক্টোবর অনুষ্ঠিত চরভদ্রাসন উপজেলার উপ-নির্বাচনে কেন্দ্রভিত্তিক নির্বাহী ম্যাজিস্ট্রেট নিযুক্ত করায় জেলা প্রশাসক অতুল সরকারকে মোবাইলে ফোন করে কৈফিয়ত তলব এবং সমর্থিত প্রার্থী পরাজিত হলে মহাসড়ক অবরোধসহ নানা প্রকার ভয়ভীতি প্রদর্শন ও অশোভন আচরণ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে নির্বাচনের দিনে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ কয়েকজন সরকারি কর্মকর্তাকে গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন এবং হুমকি দেন বলেও অভিযোগ করা হয়েছে।

নিলা চাকমা/চখ

 

এই বিভাগের আরও খবর