chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কখনো সাংবাদিক কখনো পুলিশ, প্রতারণার দায়ে যুবক আটক

নিজস্ব প্রতিবেদক : নগরের পাহাড়তলীতে প্রতরাণার দায়ে এক যুবককে আটক করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে দক্ষিণ কাট্টলী বশির শাহ মাজার গেইটের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক যুবকের নাম মাসুদ রান (৩৫)। তিনি ওই এলকার ওমর ফারুকের ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মাশকুর রহমান চট্টলার খবরকে বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব-৭ এর হাটহাজরী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মুশফিকুর রহমান রহমান চট্টলার খবরকে জানান, আটক মাসুদ রানা একজন চিহ্নিত প্রতারক। দীর্ঘদিন ধরে সে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে লোকজনের সাথে প্রতারণা করতেন।

আমরা তার কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত ১ টি খেলনা পিস্তল, ১ টি ওয়াকিটকি, ১ জোড়া বুট জুতা, ৮ টি চাকু, ১ টি চাইনিজ কুড়াল,  পত্রিকার ২ টি আইডি কার্ড, ২ টি জাল পার্সপোর্ট জব্দ করেছি। সে এসব ব্যবহার করে কখনো সাংবাদিক, কখনো পুলিশ আবার কখনো বন্দরের কর্মকর্তা পরিচয় দিয়ে লোকজনের সাথে প্রতারণা করে টাকা হাতিয়ে নিতো। তার কাছে ভোরের জানালা নামে একটি অনলাইন পোর্টালের ২ টি আইডি কার্ড পাওয়া গেছে। এই পোর্টালের পরিচয়পত্র ব্যবহার করে বিভিন্ন সময় মানুষের সাথে প্রতারণার দায়ে পত্রিকা কর্তৃপক্ষ ঘোষণা দিয়ে তাকে বহিঃস্কার করে। এরপরও সে প্রতারনা অব্যাহত রাখে। তাকে পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে।

এমএইচকে/এএমএস

এই বিভাগের আরও খবর