chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

তামিমের সঙ্গে ওপেন করবেন তামিম!

খেলা ডেস্ক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সেরা ওপেনার তামিম ইকবাল। তবে তার সঙ্গী হিসেবে আরও একজন তামিমকে ওপেন করতে দেখবেন টাইগার ভক্তরা। যার নাম তানজিদ হাসান তামিম।

সব কিছু ঠিক থাকলে বিসিবি প্রেসিডেন্টস কাপে আজ নাজমুল হোসেন শান্ত বাহিনীর বিপক্ষে শেরে বাংলায় দুই তামিমকে একসঙ্গে দেখা যাবে।

এক নামে দুই প্রজম্মের দুজন পারফরমার। দুজনই আবার ওপেনার, এমন ঘটনা তো এর আগে বাংলাদেশের ক্রিকেটে দেখা যায়নি। আগামীকাল হোম অব ক্রিকেটে দেখা মিলবে সে দুর্লভ দৃশ্যের।

কেমন লাগছে জুনিয়র তামিমের সাথে ব্যাট করতে? তাকে নিয়ে ইনিংসের সূচনা করতে গিয়েই বা কেমন অনুভব করছেন? দেশের এক নম্বর ওপেনার তামিম ইকবালের অনুভূতিও অন্যরকম।

সঙ্গী, নতুন পার্টনার তানজিদ তামিমে রীতিমত মুগ্ধ তামিম ইকবাল। জাতীয় দলের ওয়ানডে অধিনায়কের মূল্যায়ন, জুনিয়র তামিমের মাঝে আছে অমিত সম্ভাবনা।

তবে একটাই অস্বস্তির ব্যাপার, দুজনার নাম এক হওয়া এক তামিমকে ডাকলে আরেক তামিম জবাব দিচ্ছেন। দুজনেই ভাবছেন আমাকে ডাকলো নাকি? ভেবে একইসঙ্গে এদিক ওদিক তাকাচ্ছেন।

অনুজ তামিমকে নিয়ে অধিনায়ক তামিম দারুণ আশাবাদি। তার সম্পর্কে যথেষ্ট উচ্চাশা পোষণ করলেন দেশের অন্যতম ব্যাটিং স্তম্ভ।

জুনিয়র তামিম সম্পর্কে সিনিয়র তামিমের কথা, কাল আরেক তামিমের সাথে ওপেন করবো। যেহেতু আমাদের নাম এক, তাই সবাই তানজিদ তামিমকেও তামিম নামেই ডাকছে।

‘তাতে করে আমরা দুজনই কনফিউজ হয়ে যাচ্ছি। আমরা এক সাথে তাকাই। আমি বলছি যে ওকে যদি অন্য কোনো নামে ডাকা যায়, তাহলে সে কনফিউশন দূর হবে। সেটাই ভালো।’

জুনিয়র তামিমকে বেশ সম্ভাবনাময় ওপেনার হিসেবে অভিহিত করে সিনিয়র তামিম বলেন, ‘আমি গত কদিন তার সাথে নেটে ব্যাট করেছি। তাকে খুব প্রতিভাবান মনে হচ্ছে। ভেরি এক্সাইটিং, ভেরি প্রমিজিং।’

এমআই/চখ

এই বিভাগের আরও খবর