chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আইপিএল : দিল্লিকে ৫ উইকেটে হারিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে মুম্বই

খেলাধুলা ডেস্ক : আইপিএল এর ১২ তম আসরে ২৭ তম ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে পাঁচ উইকেট হারিয়ে পয়েন্ট তালিকায় আবারো শীর্ষস্থানে উঠে এল মুম্বই ইন্ডিয়ান্স।

রবিবার শেখ জায়েদ স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে রান তাড়া করে ২ বল হাতে রেখেই জয়ের লক্ষে পৌছে যায় গতবারের চ্যাম্পিয়ানরা।

এখন পর্যন্ত ৭টি ম্যাচ খেলে ৫ টি জয় এসেছে তাদের। ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে রোহিত শর্মার দল। আর সমান সংখ্যক ম্যাচে একই জয় এবং সমান পয়েন্ট থাকলেও এই ম্যাচ হেরে দু’নম্বরে নেমে গেল দিল্লি ক্যাপিটালস৷

দিনের প্রথম ম্যাচে প্রথম ব্যাটিং করতে নেমে শিখর ধাওয়ানের ৬৯ রানের ইনিংস ও অধিনায়ক শ্রেয়স আইয়ারের ৪২ রানে ভর করে ৪ উইকেটে ১৬২ রান তুলেছিল দিল্লি ক্যাপিটালস৷

১৬৩ রান তাড়াা করতে নেমে শুরুটা ভালো হয়নি মুম্বই ইন্ডিয়ান্সের৷ ১২ বলে মাত্র ৫ রান করেন মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে ১৫০ তম ম্যাচ খেলে অধিনায়ক রোহিত শর্মা। তাকে সাজঘরে পাঠিয়ে মুম্বইকে বড় ধাক্কা দেন অক্ষর প্যাটেল৷

এরপর কুইন্টন ডি কক আর সুর্যকুমার যাদব মিলে হাল ধরেন বর্তমান চ্যাম্পিয়নদের। ডি’কক ও যাদবের দ্বিতীয় উইকেট জুটিতে ৪৬ রান যোগ করেন৷ শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করা ডি’কক ৩৬ বলে ৫৩ রানের ইনিংস খেলেন। তার ইনিংসে ৩টি ছয় ৪টি বাউন্ডারি রয়েছে।

তৃতীয় উইকেট জুটিতে ইশান কিশানকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যান সূর্যকুমার৷ মাত্র ৩১ বলে ৫৩ রান যোগ করে মুম্বইকে লক্ষ্যের কাছাকাছি পৌঁছে দেন এই দুই ব্যাটসম্যান৷

৬টি বাউন্ডারির সঙ্গে একটি ছক্কা হাঁকিয়ে সুর্যকুমার যাদব ৩২ বলে ৫৩ রান করে আউট হন। আর ১৫ বলে দু’টি ছয় ও দু’টি চারের সাহায্যে ২৮ রান করেন ইশান৷

এরপর হার্দিক পান্ডিয়া শূন্য রানে আউট হলেও কাইরন পোলার্ড ও ক্রুনাল পান্ডিয়া ২ বল বাকি থাকতেই ১৯.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৬ রান তুলে ম্যাচ জিতে নেয় মুম্বই ইন্ডিয়ান্স৷ ম্যাচ সেরা নির্বাচিত হয় ডি’কক৷

চখ/আর এস

এই বিভাগের আরও খবর