chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ধর্ষণের ঘটনায় বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র রয়েছে: নাছির

নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক সময়ে দেশে নারী ও শিশু ধর্ষণের ঘটনায় বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র রয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন

রবিবার (১১ অক্টোবর) ৭ নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের আওতাধীন “এ”,” বি” ও “সি” ইউনিট আওয়ামী লীগের পৃথক কার্যকরী কমিটির সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আ জ ম নাছির বলেন, সাম্প্রতিক সময়ে দেশে নারী ও শিশু ধর্ষণের মত ন্যাক্কারজনক ঘটনা ঘটে চলেছে। দেশের আইন শৃঙ্খলা বাহিনী প্রত্যেকটি অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে চলেছে।

‘কিন্তু একটি বিষয় লক্ষনীয় যে, ধর্ষণের মত ঘটনায় জড়িত যারা তারা কারা? কাদের ইন্ধনে হঠাৎ করে এই ধর্ষণ অপরাধ বেড়ে গেল। কাদের মদদে সারাদেশে এই অপকর্ম চলছে।’

তিনি বলেন, সরকারকে বেকায়দায় ফেলার জন্য, সরকারের ভাবমূর্তিকে জনগণের কাছে প্রশ্নবিদ্ধ করে তোলার জন্য কারা এই অস্থিরতা সৃষ্টি করছে। দিন যতই যাচ্ছে তা স্পষ্ট হয়ে উঠছে। ধর্ষণের মত অপরাধ ঘটনাকে ইস্যু বানিয়ে কারা আন্দোলনের নামে নতুন ষড়যন্ত্রের জাল বুনছে। কারা ফায়দা লুটতে চায়?

সাবেক সিটি মেয়র বলেন, এই অস্থিরতা সৃষ্টির পেছনে বিএনপি জামায়াতের ষড়যন্ত্র রয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের সংগঠন। জনগণকে সাথে নিয়েই আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ভাবে সকল অপকর্মের দাঁতভাঙা জবাব দেবে।

‘তাই তৃণমূলের নেতাকর্মীকে সজাগ দৃষ্টি রাখতে হবে। যেকোন অপকর্ম ষড়যন্ত্র রুখে দিতে দলীয় নির্দেশনা আসা মাত্র আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে।’

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম রেজাউল করিম চৌধুরী।

মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, চৌধুরী হাসান মাহমুদ হাসনী,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মসিউর রহমান চৌধুরী, ত্রাণ বিষক সম্পাদক মোহাম্মদ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, যুব ও ক্রীড়া সম্পাদক দিদারুল আলম, কার্যনির্বাহি সদস্য মহব্বত আলী খান,মো এয়াকুব, পশ্চিম ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রাশেদ আলী জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবদুর রহিম, “এ” ইউনিট আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম সর্দার, সাধারণ সম্পাদক মো আলমগীর, “বি” ইউনিট আওয়ামী লীগের সভাপতি নাছের আলম,সাধারণ সম্পাদক মো ছাদেক, যুগ্ম সম্পাদক মো ইদ্রীস, “সি” ইউনিট আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক মো সুলতান সওদাগর প্রমুখ বক্তব্য রাখেন।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর