chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সালমান শাহ হত্যা মামলা চূড়ান্ত প্রতিবেদন শুনানি ১০ ডিসেম্বর

ডেস্ক নিউজ: চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণের জন্য আগামি ১০ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।

রবিবার (১১ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভুঁইয়ার আদালতে মামলার চুড়ান্ত প্রতিবেদন গ্রহণের দিন ধার্য ছিল।কিন্তু মামলায় ওই চূড়ান্ত প্রতিবেদনের ওপর নারাজি দিবেন বলে সময়ের আবেদন করেন বাদীর পক্ষের আইনজীবী ফারুক আহম্মেদ। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে নতুন এ দিন ধার্য করেন।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি মামলাটিতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহকে ঢাকার নিজ বাসায় তার শয়নকক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তাকে প্রথমে হলি ফ্যামিলি ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিলা চাকমা/চখ

এই বিভাগের আরও খবর